আমি সিনারের মতো করলে ২০ বছর নিষিদ্ধ হতাম—সেরেনার বিস্ফোরক দাবি

নিউজ ডেস্ক | /BUSINESSTIMES24.NET

প্রতিবেদন প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, সময়ঃ ১০:৪৭


ডোপ টেস্টে পজিটিভ হয়েও মাত্র তিন মাস নিষিদ্ধ হয়েছেন ছেলেদের টেনিসের বর্তমান ১ নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। ব্যাপারটা মানতে পারছেন না মেয়েদের টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ নিয়ে কথা বলতে গিয়ে সেরেনা যা বললেন, তাতে টেনিসে বর্ণবাদের উপস্থিতির প্রচ্ছন্ন প্রমাণও বলতে পারেন।

সেরেনা বলেছেন, তিনি যদি ডোপ টেস্টে পজিটিভ হতেন, তবে তাঁকে হয়তো ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হতো। এ ছাড়া তাঁর জেতা সব গ্র্যান্ড স্লাম ট্রফিও কেড়ে নেওয়া হতো বলেও মনে করেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম একক চ্যাম্পিয়ন।

২০২৪ সালের ডোপ–কাণ্ডে শাস্তিটা এ বছরই পেয়েছেন ইতালিয়ান তারকা। ফিজিও অসাবধানতায় তাঁর শরীরে প্রবেশ করেছে নিষিদ্ধ শক্তিবর্ধক—এমন দাবি তুলেই বৈশ্বিক অ্যান্টি-ডোপিং সংস্থা ওয়াডার সঙ্গে লড়াই করছিলেন সিনার। তবে এ বছরের ফেব্রুয়ারিতে এসে তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নিয়ে ‘ঝামেলামুক্ত’ হওয়ার সিদ্ধান্ত নেন সিনার। আগামী মাসে নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরার কথা বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সিনার।

২০২২ সালে টেনিস ছাড়া সেরেনা টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলতে গিয়ে সেরেনা সিনারের প্রসঙ্গে বলেন, ‘আমি ছেলেটাকে পছন্দ করি, এই খেলাটাকেও। খেলাটির জন্য সে দারুণ কিছুই। আমি কারও পতন দেখতে চাই না। ছেলেদের টেনিসের তাঁকে দরকার।’


Editor: Rafiq Uzzaman

Executive Editor: Dr. Abu Sayeed

Address:

42/1-KA, Shegunbagicha, Ramna, Dhaka, Bangladesh

© dinajpurnews24.com ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।