সাধারণ নকশার ব্যাগ জনপ্রিয় হয়ে উঠছে। তবে ডিজাইন যেমনই হোক, রঙের ক্ষেত্রে উজ্জ্বল রং বেছে নেওয়া হচ্ছে। যেমন বিটার চকলেট, সবুজ, লাল, হলুদ, নেভি ব্লু, গোলাপি ব্যাগের প্রতি সবার আগ্রহ বেশি। এ ছাড়া কালো, বাদামি, ট্যান রঙের ব্যাগের চাহিদাও কম নয়।
ঈদের সাজের সঙ্গে মানানসই করার জন্য ব্যাগেও থাকছে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ। হাতের কাজ, জমকালো পুঁতির কাজ ও ধাতব ডিজাইন ব্যাগের সৌন্দর্য বাড়িয়ে তুলছে। সিল্ক, জামদানি ও কাঁথা স্টিচের মতো ঐতিহ্যবাহী কাপড়ের ব্যাগ এ বছর নতুনত্ব আনছে। এ ছাড়া নতুন করে এসেছে জুট ফেব্রিকের ওপর হ্যান্ড পেইন্ট করা ব্যাগ। শাড়ি, সালোয়ার-কামিজ, জিনস-কুর্তা সবকিছুর সঙ্গে ব্যাগগুলো মানিয়ে যায় দারুণ।